নিকৃষ্ট
কখনো কি তোমার মনে হয়েছে তুমি কথাও নেই
শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি
(did you ever feel that you are nowhere ? not in the start, end or in between)
বজ্রপাত হোক আর না হোক
(lightning occurs or not)
ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক
(it awakes you or not)
চারিপাশ যে থাকবে তোমার
সবসময় অন্ধকার
(you will be surrounded with darkness all the time)
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমি বদলে গেছি
(you said "people change", therefore I changed)
বুকের মাঝে জাপ্টে ধরে থাকা ( ভয় )
হারিয়ে গেছে
(the fear I hold in my chest has been disappeared )
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত
কি এখনো কেপে ওঠার কথা ?
(should my hand shake writing about you ?)
অথবা আমার দৃষ্টি কি একটু
ঝাপসা হবার কথা ?
(or should my eyes shed tears ?)
আমার আগের মত কান্না পায় না
( I don't cry like I used to)
আমার তোমার জন্য রক্ত ঝরে না
(I don't spill blood for you like I used to)
আমার এক ফোটা রক্ত
(because a drop of my blood)
তোমার নাপুংসক চিন্তাধারার চেয়ে দামি
(is more valuable than your hermaphroditic thoughts)
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমি বদলে গেছি
(you said people change, therefore I changed)
বুকের মাঝে জাপ্টে ধরে থাকা
হারিয়ে গেছে (II)
(the fear I hold in my chest has been disappeared )
-Nikrishto
Aurthohin
No comments:
Post a Comment