অভিমান
ঘুম পেলে ক্ষতি কি ?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি ?
কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস নিভু স্বপ্ন বাতিটা।
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে
ফুল ঝরেছে ?
তোমার চারু গৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধুসর আধার
দুচোখ অন্ধের উপরে ফেল তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার।
আমাকে তুমি জাগিয়ে একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে তোমার আকাশে কবে
ফুল ঝরেছে ?
বল...
-Obhiman
Black
No comments:
Post a Comment