Wednesday, July 13, 2011

আমার পৃথিবী

ছায়ারা সরে যাবে 
জানি সূর্য উঠবে 
মৃত সব গাছের নিচে 
আগুন জ্বলবে 
বুকের গভীরে নদী 
কুয়াশা কুয়াশা
পাথরের উপর বসে দেখছি এ সবই 

তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
শাদা রোদে ভাসছে সবই

 পায়ে পায়ে 
ফিরে আসি আবার
নিব্রীতে বুনি
দুখের গান
অনন্ত আগুনের পোড়ে 
অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে
সূর্যের নীচে

তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
শাদা রোদে ভাসছে সবই

Amar Prithibi
Black

No comments:

Post a Comment